বেতনের জন্য এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন পোশাককর্মী

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সাভারে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার যাত্রী এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ। নিহত মরিয়ম (৩৫) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা। সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রম্নপের একেএম নিটওয়্যার পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী আকলিমা আক্তার বলেন, বুধবার আমাদের কারখানায় বেতন দেওয়ার কথা ছিল। তাই আমরা কারখানায় যাচ্ছিলাম। মরিয়ম অটোরিকশায় কারখানায় যাচ্ছিল। গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছলে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ তার অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় তাকে বহনকারী অটোরিকশা ডানে মোড় নিয়ে সাভার উপজেলার দিকে ঢুকতে চেষ্টা। তখন সাভারগামী একটি কাভার্ডভ্যান দ্রম্নতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। এ ঘটনায় আহত অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কাভার্ডভ্যান দ্রম্নতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।