শোক সংবাদ

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জয়নাল আবেদীন নেত্রকোনার দুর্গাপুর আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন (৭০) বুধবার রাত ১১টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় এমকেসিএম পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি, উপজেলা আওয়ামী লীগ, দুর্গাপুর আইনজীবী সমিতি, দুর্গাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেন। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি হায়দার আলী যশোরের চৌগাছায় হায়দার আলী (৭৩) নামের এক মুক্তিযোদ্ধা বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। একই দিন বেলা ১১টার সময় জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে তার মৃতদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. নুর হোসেন উপস্থিত ছিলেন। চৌগাছা (যশোর) সংবাদদাতা