শহিদুল আলমের মুক্তি দাবি টিউলিপের

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
শহিদুল আলম টিউলিপ সিদ্দিক
দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ফটোসাংবাদিক শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’। হ্যাম্পসটেড এবং কিলবানর্ থেকে নিবাির্চত লেবার পাটির্র এই এমপি বলেন, শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বাধীন সরকারের সময় শহিদুল আলমের গ্রেপ্তার থাকা ‘খুবই উদ্বেগজনক’ এবং ‘অবিলম্বে এ পরিস্থিতির ইতি ঘটা উচিত’। দ্য টাইমস বলছে, যুক্তরাজ্যে অসংখ্য প্রদশর্নীতে অংশ নেয়া শহিদুল আলমকে গ্রেপ্তারের ঘটনায় আন্তজাির্তকভাবে অনেকেই নিন্দা জানিয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হলেন টিউলিপ সিদ্দিক। এর আগে শহিদুল আলমের কারামুক্তির আহŸান জানিয়েছেন নোবেল বিজয়ী অথর্নীতিবিদ অমতর্্য সেন, স্যার রিচাডর্ ব্রেনসন, শ্যারন স্টোন, রিচাডর্ কাটির্স, আচির্বশন ডেসমন্ড টুটু থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। ৬৩ বছর বয়সী শহিদুল আলমকে গত ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় আটক করা হয়। পরে তাকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আটকের পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিযার্তন করেছেন বলে দাবি করেন শহিদুল আলম। শহিদুল আলম যুক্তরাজ্যের নাগরিক এবং দেশটির তেঁতে মডানর্, দ্য হোয়াইটচ্যাপেল গ্যালারি ছাড়াও নিউইয়কের্র মো’মা এবং ফ্রান্সের প্যারিস শহরের দ্য পম্পিডুতে বিভিন্ন সময় ছবির প্রদশর্নী করেছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তজাির্তক মানদÐ মেনে চলার আহŸান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের পররাষ্ট্র দপ্তর বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের কাছে এ ব্যাপারে দৃঢ় বাতার্ পাঠাবে।’