খামারের বেড়া কেটে মাছ ছেড়ে দিল প্রতিপক্ষ!

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূবর্শত্রæতার জের ধরে খামারে বেড়া কেটে মাছ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাদ্দাম হোসেন জানান, তিনিসহ তার পাটর্নার আবু তাহের আবিদ হাসান, মনির হোসেন, শরীফ মিয়া ও খোরশেদ আলম মিলে একটি ঝিল বগার্ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। একই এলাকার কাদির, আবু তাহের, জাকির, শাহিন ও মহিউদ্দিন বেশকিছুদিন ধরে খামার থেকে মাছ চুরি করার পঁায়তারা করে আসছিল। এর জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খামারে প্রবেশ করে খামারের বেড়া ভাঙচুর করতে শুরু করেন। বেড়া ভাঙচুর করায় খামারের আড়াই লাখ টাকার মাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে। খবর পেয়ে সাদ্দাম হোসেন খামারে গেলে প্রতিপক্ষের লোকজন হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।