শোক সংবাদ

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আবদুল কাদির নেত্রকোনার দুগার্পুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কমর্চারী মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫) সোমবার বিকালে ঢাকায় ছেলের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মযার্দায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মো. মামুনুর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটি, দুগার্পুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। দুগার্পুর (নেত্রকোনা) সংবাদদাতা মো. আবুল হাসেম শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবুল হাসেম (৬৩) নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ শেরপুর শহরের নারায়ণপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, আবুল হাসেম বাংলাদেশ ফাটির্লাইজার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা ইউনিট; পেট্রোলপাম্প মালিক সমিতি ও পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি শেরপুর শিল্প ও বণিক সমিতি, ডায়াবেটিক সমিতি, ইটভাটা মালিক সমিতি, চালকল মালিক সমিতি, ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গুরুত্বপূণর্ পদে দায়িত্ব পালন করেন। শেরপুর প্রতিনিধি