মওলানা আবদুল লতিফ নেজামীর দাফন সম্পন্ন

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ মওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নরসিংদীর শিবপুর মুন্সেফের চর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়া চান নেজামীর বড় ছেলে মুহাম্মদ ওবাইদুল হক। জানাজা শেষে মরহুমের লাশ তাঁর নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে সমাহিত করা হয়। উলেস্নখ্য, সোমবার ইফতারের পর নামাজের জন্য অজু করার সময় পড়ে গিয়ে মারা যান মাওলানা আবদুল লতিফ নেজামী (৮৪)। এদিকে, মাওলানা নেজামীর জানাজায় অংশ নিতে ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫ টায় দলের কেন্দ্রীয় নেতারা নরসিংদীর উদ্দেশে রওনা হলে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে জানাজায় যোগ দিতে যাওয়া অন্য নেতারাও একইভাবে বাধাগ্রস্ত হন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। ঐক্যজোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।