জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের অবস্থা 'স্থিতিশীল নয়'

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। রক্তের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার ছেলে আনন্দ জামান জানিয়েছেন। মঙ্গলবার বিকালে তিনি বলেন, 'নানা পরীক্ষার ফলাফল যা এসেছে, তা বেশ সন্তোষজনক। তবে হৃদরোগ, কিডনি ও অন্যান্য সমস্যার পাশাপাশি এখন চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে রক্তের ইনফেকশন।' 'চিকিৎসকরা বলছেন, ইনফেকশনটা নিয়ন্ত্রণে আনতে পারলে তবেই আব্বাকে স্থিতিশীল বলা যাবে। আব্বা বেশ যন্ত্রণা পোহাচ্ছেন প্রতি মুহূর্তে, মানসিকভাবেও বেশ দুর্বল।' সিএমএইচের করোনারি কেয়ার ইউনিটের প্রধান কর্নেল সৈয়দা আলেয়া সুলতানার নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল 'সতর্কতার সঙ্গে সর্বোচ্চ সেবা' দিচ্ছেন বলে আনন্দ জানান। রক্তে সংক্রমণের সঙ্গে পূর্বের নানা জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল ৮৩ বছর বয়সী এই অধ্যাপককে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বাংলার খ?্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রম্নয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখন্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।