দাবদাহ
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
আহসানুল হক
গরম গরম তীব্র গরম
পুড়ছে ত্বক ও অস্থি
ঘরে-বাইরে যায় না টেকা
\হনেই কোথাও স্বস্তি!
মাথার ওপর সূর্য প্রখর
ঢালছে উনুন তাপ যে
প্রকৃতিও রুক্ষ কেমন
সবখানে তার ছাপ যে!
পিচ সড়কের যাচ্ছে গলে
উঠছে নাভিশ্বাসও
পশু-পাখি ঝিমায় কেবল
করছে যে হাঁসফাঁসও!
খেটে-খাওয়া মানুষগুলোর
দুর্ভোগের নেই সীমা
\হপেটের দায়ে বাইরে গিয়ে
হচ্ছে ওরা 'কিমা'!