তোমাদের জন্য ছড়া

সারা দুপুর বৃষ্টি নূপুর

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

বিজন বেপারী
ধানের শীষে বৃষ্টি পড়ে কি দারুন কি ছন্দে খোকাখুকি আজকে খুশি স্কুল ওদের বন্ধে। বৃষ্টি পড়ে খোলা মাঠে ভেজে সারা মাঠ নুয়ে পড়ে আবার জাগে জমির তোষা পাট। মায়ের বারণ কে শোনে আজ শ্রাবণ ধারার সুখে তারুণ্য আজ করছে খেলা উচ্ছ্বলতা মুখে। সারা দুপুর বৃষ্টি নূপুর কিশোরী গায় গান আকাশ কালো মেঘে ঢাকা সূর্যের অভিমান।