তোমাদের জন্য ছড়া

শরৎ এলে

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

জয়নব জোনাকি
শরৎ এলে কাশের মিছিল দোল খেলে যায় লুটোপুটি, আকাশ জুড়ে নীলের বুকে- টুকরো মেঘের ছুটোছুটি। শরৎ এলে খালে-বিলে দীঘির বুকে শাপলা ফোটে, আঁধা জলে শিকার ধরে- খলসে-পুঁটি বকের ঠোঁটে। শরৎ এলে প্রকৃতিটা শান্ত এবং মিষ্টি থাকে, কাশের নরম তুলি দিয়ে- রূপ উপমার ছবি আঁকে। শরৎ এলে মৃদুমন্দ বাতাস আসে নদীর বাঁকে, বুনোপাখি দূরের গাঁয়ে- যায় উড়ে যায় ঝাঁকে ঝাঁকে। শরৎ এলে রূপের রাণী নাচে সবুজ পেখম মেলে, মেঘ-রোদ্দুরের লুকোচুরি- রূপসুধা দেয় নিপুণ ঢেলে।