তোমাদের জন্য ছড়া

শরৎ আসে

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

আবুল হোসেন আজাদ
আকাশ পারে সাদা মেঘের ভেলা বৃষ্টি রোদের লুকোচুরি খেলা। বিল বাওড়ে শাপলা শালুক হাসে বাতাস নাচে নদীর তীরে কাশে। এমনি করে শরৎ আসে দেশে ঝরঝর বৃষ্টি বাদল শেষে। বৃন্ত থেকে শিউলি ভোরে ঝরে তার সুবাসে মন থাকে না ঘরে। ফুল কুড়াতে ছেলেমেয়ের দল শিউলি তলায় করে কোলাহল। এমনি করে এসে শরৎ রানী মেলে ধরে রূপের ডালি খানি। জোছনা ছড়ায় চাঁদটা ওঠে রাতে স্নিগ্ধ আলোয় মনটা সবার মাতে। ঢেউ তুলে যায় বাতাস ধানের ক্ষেতে শিশির জড়ায় ভোর বেলাতে যেতে। শরৎ আসে এমনি করে সে যে মোহনীয় অপরূপে সেজে।