তোমাদের জন্য ছড়া
সবুজের বিকিরণ
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
কালিমুলস্নাহ বিন ইব্রাহীম
সবুজের ঐ বনে
মন যায় হারিয়ে
গাছগুলো আছে ঠায়
নিজ পায় দাঁড়িয়ে!
পাখিসব করে রব
বসে তার শাখাতে
সবুজের বিকিরণ
মাখে নিজ পাখাতে।
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০