বীরের দেশ

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

এস. এন. শিহাব
বীর বাঙালি ভাঙতে জানে গড়তে জানে, প্রয়োজনে দেশের তরে লড়তে জানে। স্বৈরাচারী বেড়ে গেলে রুখতে জানে, শহীদ মায়ের চোখের পানি মুছতে জানে। বীর বাঙালি কারাগারে বন্দি না হয়, বিপদকালে এনে দেখায় নন্দিত জয়। বাংলা বীরের চোখের কোণে নেই কোনো ভয়, বাংলা মায়ের ভালোবাসা উঁচুতে রয়। সত্য ন্যায়ের পথে তারা ভীষণ জেদি, ঘোড়ার মতো ছুটে চলা রক্ত তেজি। কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে করবে তাড়া, তাঁদের ভয়ে শত্রম্ন না দেয় মাথাচাড়া। এমন বীরের দেশটা কোথায় পাবে তুমি? শহীদ সেনায় গড়া মোদের মাতৃভূমি।