রূপময় দেশ

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জোহর-উল ইসলাম
রোদ জামা পরে মামা হাঁটে হন হন মাঠ-ঘাট ফিটফাট বাজে ঝন ঝন। ফুল ফল ঝলমল তুলতুলে হাসি পাখি গায় ছোটে বায় রাখালের বাঁশি। খাল-বিল ঝিলমিল বকদের চোখ থরে থর কাঁপে ধর মাছদের শোক। গাছে গাছে পাতা নাচে রূপময় বেশ এই ভবে সেরা সবে আমাদের দেশ।