তাইলে খোকা চাস কি?

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

আনোয়ারুল হক নূরী
পান্তা ইলিশ খাই না ইলিশ পুঁটি পাই না। পান্তা গেছে চায়ের কাপে মরছে পুঁটি বিষের তাপে ওই খোকা তুই খাস কি? খাই যে আমি টাস্কি। ফলের মাঝে ফরমালিন। বুদ্ধি গেছে বরমা চীন। ডিমের ভেতর পস্নাস্টিক। অস্ত্র যেন বস্নাস্টিক। পান্তা ডিম আর পাই না। পুঁটির আকাল চাই না। তাইলে খোকা চাস কি? ডিমটা গেছে রাজার ঘরে। প্রজারা সব উপোস মরে। পুষ্টি বুবু ঘোমটা পরে রাজার ঘরে নায়ের করে খাব এখন ঘাস কি?