মাঠের পাঠ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

শচীন্দ্রনাথ গাইন
হাত বাড়িয়ে ডাকে যখন বিকেল বেলার মাঠ তার কাছে নিই সহনশীল ও ধৈর্য ধরার পাঠ। আমরা করি ছুটোছুটি সে তো নীরব-চুপ বিস্মিত হই দেখে যে তার সহিষ্ণুতার রূপ। এদিক গড়ায় ওদিক গড়ায় হাত ও পায়ের বল আঘাত পেলেও নামে না তার চোখের কোণায় জল। বুটের ঘায়ে হয় ক্ষত সে, শব্দবিহীন চোখ প্রতিবাদে হয় না সরব জানায় না তার শোক। সবুজ ঘাসের গালিচাতে খেলতে দারুণ সুখ সেই গালিচা পাতাতে মাঠ দেয় চিতিয়ে বুক। হাসি-কান্নার আওয়াজ পেলে পাতিয়ে রাখে কান শুনতে থাকে হই হুলেস্নাড় বিজয়ীদের গান। বিড়ম্বনার শিকার হলেও জমে না তার ক্ষোভ ঠকা-জেতার খেলা দেখে, নেই কোনোটায় লোভ। হিংসা এবং বিদ্বেষ নেই সবাই আপন জন উদারতা শেখায় খেলার মাঠ যে সারাক্ষণ।