দেশটা আমার

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

মজনু মিয়া
দেশটা আমার রক্তে কেনা ভালোবাসার ধন, দেশের কথা বলতে গেলেই গর্বে ভরে মন। দেশটা আমার প্রাণের প্রিয় দেশের জন্য তাই, বিনিময়ে জীবন দিতে কোনো বাঁধা নাই! দেশটা আমার লাল সবুজের আল্পনায় আঁকা, শান্তি সুখের আপন আলয় মায়ার চাদর ঢাকা।