আমাদের শিশুরা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

অপু বড়ুয়া
শিশুরা পক্ষী শিশুরা ফুল শিশুরা করে না কখনো ভুল শিশুরা হাসবে শিশুরা কাঁদবে শিশুরা বাঁধবে হুলুস্থুল। শিশুরা সত্য শিশুরা স্নিগ্ধ শিশুরা দুষ্টু চপল দল শিশুরা খুশিতে লাফাবে ঝাঁপাবে দুঃখে ফেলে অশ্রম্নজল। শিশুরা মুখ্য শিশুরা সূক্ষ্ণ শিশুরা সাহসী শিশুরা মূল শিশুরা হোমার, শিশুরা আলো শিশুরা রবি ও নজরুল।