এই যে শিশু, অবুঝ শিশু
ভবিষ্যতের পিতা,
ওদের হাতেই সাজবে ভুবন
খেয়াল রাখ কী তা!
না ভুলো না, খেয়াল রাখ
সব শিশুদের দিকে,
ওদের জীবন না হয় যেন
কোনোভাবেই ফিকে!
অন্ন, বস্ত্র, বিনোদনের
দূর করা চাই খরা,
ওরা যদি না রয় ভালো
অস্থির হবে ধরা।
শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার
সঠিক শিক্ষা দিয়ে,
বেড়ে ওঠার রাস্তায় ওদের
রাখতে হবে জিইয়ে।
তবেই ওরা ভবিষ্যতের
কান্ডারি যে হবে,
আগামীর এই পৃথিবীটাও
বাসযোগ্য র'বে।