ইচ্ছে করে

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

আবদুল হাই ইদ্রিছী
সবুজ শ্যামল দেশটি আমার মায়ের মুখের হাসি, প্রাণের চেয়ে প্রিয় তাকে ভীষণ ভালোবাসি। হাওড়-বাওড় নদ-নদীতে দেশটি আমার ঘেরা, রূপে তাহার নেই তুলনা গুণে সবার সেরা। ফুলে গন্ধ পাখির কুজন হৃদয় মগ্ন করে, প্রকৃতি তার সেজেগুজে ডাকে মনটা ভরে। রূপের বধূ মায়ার জাদু দেশটি কোলে নিয়ে, ইচ্ছে করে দূর আকাশে ঘুরি উড়াল দিয়ে।