গাছের ডালে মাছরাঙাটা
থাকত নদীর ধারে
সঙ্গী যে তার কেউ ছিল না
দেখত আঁড়ে আঁড়ে।
জল ছুঁয়ে যায় এপাড় ওপাড়
একটু খেলা করে
ঠোঁট বাড়িয়ে শিকার জালে
ছোট মাছ তাই ধরে।
নায়ের খোঁটায় চুপটি হয়ে
থাকত বসে একা
রোদের আলো লাগে ভালো
ডানা মেলে পাখা।
ক্ষুধার জ্বালা মিঠে গেলে
গান গায় অভিসারে
দিন পেরুলেই সন্ধ্যা হলে
আসত ছুটে নীড়ে।