সকাল হলে

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

হুমায়ুন আবিদ
সকাল হলে খেলা করে সবুজ পাতা ফুল পাখি ডাকে নৌকা চলে হাসে নদীর কূল। সকাল হলে ঠান্ডা লাগে শীতল বায়ু বয় সূর্যের আলো রঙ ছড়ায় হাসে বিশ্বময়। সকাল হলে ফসল দোলে কৃষাণ ধরে গান ফুলের বুকে ভোমর নাচে জুড়িয়ে যায় প্রাণ। সকাল হলে নদীর তীরে জমে ওঠে হাট ছেলে-মেয়ে মক্তবে যায় করে কোরআন পাঠ। সকাল হলে গরু-বাছুর মাঠে ছুটে যায় ঘাসের বুকে শিশির কণা মুক্তো রং ছড়ায়। সকাল হলে জেলে ভাইয়ে ধরতে চলে মাছ মন ভুলানো দৃশ্য ছড়ায় গাঁয়ের সবুজ গাছ। সকাল হলে খোকাখুকু পড়তে বসে বই নাস্তা হাতে মায়ে ডাকে কইরে তোরা কই। সকাল হলে নতুন প্রাণে জাগে শহর গাঁ দেশটা আমার হাসি কান্না আদরিণী মা।