নবান্নে প্রাণে মনে
প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
চন্দনকৃষ্ণ পাল
শেষ রাতে হিম হিম বাতাসের রেশ
বুঝা যায় স্বর্ণালি হেমন্ত শেষ
সবজির চারাগুলি চোখ মেলে চায়
কুয়াশার কাছ থেকে ভালোবাসা পায়
সকালে ঘাসের বুকে হীরার ঝিলিক
সূর্যটা প্রাণ খুলে হাসে ফিক ফিক
সারা মাঠ জুড়ে দেখি সোনালি আলো
যাকে দেখি তাকেই তো লাগছে ভালো
কৃষক আর কৃষাণির প্রাণের জোয়ার
জানায় এ জনপদে নেই কোনো হার
ঝড় বা জলোচ্ছ্বাস বান বন্যায়
কেউ যদি জনপদে করে অন্যায়-
রুখে দিতে জানে এই মানুষের হাত
আসুক যতই বাধা আর কালোরাত
ফসলের মাঠ থেকে শস্যের বানে
মানুষের মুখ জুড়ে শুধু হাসি আনে
ফসলের মাঠ থেকে বুকের ভেতরে
সোনালী রূপালী আলো জ্বলে ঘরে ঘরে
পিঠে পুলি খাওয়া দাওয়া আর উৎসব
নবান্নে প্রাণে মনে মিলে যাই সব।