ভোরের শিশির

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

কাশীনাথ মজুমদার পিংকু
ঘাসের ডগায় ভোরের শিশির মুক্তা আলো ছড়ায় দেখতে লাগে কী অপরূপ খুশিতে মন ভরায়। ঘাসের ডগায় ভোরের শিশির জল টলটল করে শীতল হাওয়া লাগলে গায়ে এদিক-ওদিক নড়ে। ঘাসের ডগায় ভোরের শিশির শীতের আগাম রূপ সূর্যের আলো লাগলে গায়ে লজ্জাতে দেয় ডুব।