এঁকে ফেল যা খুশি তাই
আঁকতে আঁকতে আঁকিয়ে,
কুকুরটাকে আঁকতে গিয়ে
লেজটা দিও বাঁকিয়ে।
বক পাখি আর সারস পাখি
দেখতে কিন্তু একই হয়,
মনে রেখ সারসের ঠোঁট
বকের চেয়ে লম্বা রয়।
মেয়ের ছবি আঁকতে গিয়ে
কেউ দিও না দাড়িটা,
ভালো করে পরিয়ে দিও
মন পছন্দের শাড়িটা।
স্বাধীন নিশান আঁকতে হলে
সবুজ মাঝে রবি দাও,
কেমন হলো আঁকাআঁকি
এবার তুমি বলে যাও।
লেখাপড়ার পাশাপাশি
আঁকাআঁকি করতে হয়,
পড়া ছেড়ে আঁকাআঁকি
একেবারেই ভালো নয়।