জুড়ায় কিষাণ প্রাণ

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

আবুল খায়ের চৌধুরী
ভোর বিহানে গ্রামের মাঠে শিশির সিক্ত রয়, হালকা শীতল মৃদুল হাওয়া ধানের গায়ে বয়। কাঁচা সোনার রঙ ধরেছে কি যে মধুর ঘ্রাণ! ধানের হাসি মাঠে মাঠে জুড়ায় কিষাণ প্রাণ! খেতের আলে ফিঙে নাচে দেখতে লাগে বেশ, চারদিকে খুশির আমেজ চিত্তে পুলক রেশ! পুবাল বাঁয়ে দুলছে আজি পাকা আমন ধান, পাতা ঝরা গাছের শাখে গায় যে পাখি গান। কাটবে ধান্য করবে মাড়াই স্বপ্নে ভরা বুক, গোলা ভরে রাখবে চাষি আসবে মনে সুখ।