কৌটা ভরা আদর

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০

নাহিদ সরদার
দাদি যখন সন্ধ্যে বেলায় পানে চুন ঘষে, হামাগুড়ি দিয়ে খোকন দাদির কোলে বসে। পান সুপারি চুনের মিশেল রঙ হয় যেই লাল, ছোট্ট খোকন মুচকি হেসে বাড়িয়ে ধরে গাল। গালটা ধরে দাদি বলে ওরে দুষ্টু বাঁদর, পান ভর্তি দোয়া দিলাম কৌটা ভরা আদর।