হেমন্তকাল আসে

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

নুরুল ইসলাম বাবুল
কার্তিক এবং অগ্রহায়ণ মাসে একটু-আধটু শিশির জমায় ঘাসে সোনালি ধান দেখে কৃষক হাসে এমন করেই হেমন্তকাল আসে। পিঠা-পায়েস হয় যে অন্তঃপুরে কিচিরমিচির ডাক শোনা যায় দূরে গানের পাখি জানায় তুমুল সুরে হেমন্তদিন আসল আবার ঘুরে। জামাই নিয়ে নাইওর আসে মেয়ে খুশি তারা মুড়কি-চিড়া পেয়ে সবাই হাসে মন্ডা-মিঠাই খেয়ে হিমকুয়াশায় হেমন্ত যায় ছেয়ে। স্নিগ্ধ-মধুর ঋতুর ভালোবাসায় দূরের পাখি পাখনা দু'টি ভাসায় চমক জাগে হেমন্তকাল আসায় মন থাকে না বন্ধ করা বাসায়।