সবুজ বনের পাখি

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিলস্নাল মাহমুদ মানিক
আমরা অবুঝ, সবুজ বনের পাখি; সকাল-সাঁঝে কিচিরমিচির ডাকি। মাঠেঘাটে উড়ে গিয়ে খুঁজি খাবারদাবার, বেঁচে থাকার পুঁজি। ঝগড়াবিবাদ নেই আমাদের মাঝে, মগ্ন থাকি সবাই নিজের কাজে। খড়কুটোতে বাঁধি গাছে বাসা, দালানকোঠার নেই হৃদয়ে আশা। ডিম পেড়ে তা দিয়ে ফুটাই ছানা, বড় হয়ে তারাও মেলে ডানা। নীল আকাশে সবাই মিলে ঘুরি, স্বাধীনতার এটাই শান্তিপুরি।