ভূত নেই

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

সাঈদ সাহেদুল ইসলাম
এইখানে আমগাছ ওইখানে আমড়া, মাঝখানে ঠিক তার আমাদের কামরা। আপু কয় দু'গাছেই ভূত আছে যাসনে, আমি কই ভূত নেই কোন ভয় পাসনে। আপুটার মনে ভূত ভূত নেই বাইরে, শুনে রাখ সকলেই ভূতে ভয় নাই রে। ভূত নেই ভূত নেই আছে 'ভূত' শব্দ, ঠিক তাই সকলেই ভূতে হয়- জব্দ।