রোদেলা ভোর
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অভিজিত বড়ুয়া বিভু
ঘর ছেড়ে বাইরে এসে
রোদ পোহাই রোদ,
আহা কি ভালো লাগছে
করছি আরাম বোধ।
রোদেলা ভোর জ্বলমলে
বেশে ভাল থাকি,
সবাই মিলে আনন্দে
গায়ে রোদ মাখি।
রোদে আছে ভিটামিন
স্বাস্থ্য ভালো থাকে,
প্রতিদিন রোদ পোহাতে
সূর্য মামা ডাকে।