এই রূপসী

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

আনোয়ারুল হক নূরী
মেঘ চুপচাপ মেঘ চুপচাপ মেঘ ওড়নার তলে। হঠাৎ সাদা লম্বা ঠোঁটে হাসল কে কোন ছলে। বিষ্টি মেয়ের ইষ্টি কুটুম বিজলি জমায় খেল। মেঘের ঢাকী দেওয়া বাজায় ঢং ঢং ঢং বেল। রাজহংসের ঢাউস গলায় পঁ্যাক পঁ্যাক পঁ্যাক সুর। সুরের মায়ায় ভরে তোলে মেঘের সমুদ্দুর। দীঘির জলে ঝাঁক বাঁধা হাস যেন পদ্মফুল। রাজহংসীর পা আটকে দেয় উতলা ঢেউয়ের চুল। কোথায় জান এই রূপসী সোনার বাংলাদেশ। সন্ধ্যা ভোরে হলুদ রঙে রাঙায় মেঘের কেশ।