মিষ্টি সকাল

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

এম. এ. শিকদার
শিশির ভেজা স্নিগ্ধ ভোরে শিউলি বৈঁচি হাসে, শাপলা শালুক পদ্ম ঝিনুক নিটোল জলে ভাসে। টুপটুপাটুপ শিশির মেয়ে ফুলদানিটা ভরে, দূর্বাঘাসের শ্যামল কাঁকন ঋতুর রানি পরে। ময়না শ্যামা ময়ূর কোকিল কুহুতানে ডাকে, রিনিকঝিনিক তানপুরাতে খুকি ছবি আঁকে। কী অপরূপ মিষ্টি হাওয়া বইছে নদীর পাড়ে, বক শালিকে পুঁটি জন্য ঝগড়া করছে, আরে! দেখতে দেখতে মিষ্টি সকাল দুপুর হয়ে গেল, ঝকঝকাঝক ট্রেনের বাজনা কোথায় থেকে এলো??