প্রকৃতির নবান্ন
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এম আলমগীর হোসেন
শালিক বাবুই ডাহুক চড়ুই
পাকা আমন ধানে,
নবান্নেতে উঠছে মেতে
মিষ্টি মধুর গানে।
ফিঙে টিয়া বসে গিয়া
আমন ধানের বনে,
কাকতাড়ুয়া হাত নাড়িয়া
তাড়ায় আপন মনে।
ব্যস্ত সবে এই উৎসবে
নানা আয়োজনে,
মাঠ থেকে ঘর খুশির খবর
ছড়ায় সমীরণে।