রোজ সকালে শীতের কালে
মিষ্টি রোদের হাসি
ধোঁয়া ওঠা ভাপা পিঠা
খেতে ভালোবাসি।
উঠোন জুড়ে রোদের খেলা
অনেক ভালো লাগে
খেজুর রসের মজার পিঠা
খেতে চলি আগে।
মায়ের হাতের মজার পিঠা
নরম রোদের খেলা
মাদুর পেতে খেতে খেতে
যায় কেটে যায় বেলা।
শীতের সকাল খেজুর গাছে
ঝুলে থাকে হাঁড়ি
দেখলে তবে যেতে হবে
আমার নানুর বাড়ি।