আমার বাংলাদেশ

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০

মুহিতুল ইসলাম মুন্না
তোমাতে আলো, স্বপ্নের চালো, তোমাতে ভরা প্রাণ, তোমাতে পথ, ইতিহাস রথ, তোমাতে অনন্য গান। তোমাতে শিখি, আকাশ দেখি, তোমাতে প্রাণের টান, তোমাতে সুখ, মায়ের মুখ, তোমাতে জয়গান। তোমাতে ধরা, মুক্তির ভরা, তোমাতে চির প্রেম, তোমাতেই মাটি, তোমাতে ঘাটি, তোমাতে জন্ম হেম। তোমাতেই চোখ, দিনের শোক, তোমাতেই চির রেশ, তোমাতেই দানা, যত বেদনা, আমার বাংলাদেশ!