নতুন বছর
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
জাহাঙ্গীর চৌধুরী
বছর ঘুরে বছর আসে
নতুন করে হাসে।
পুরান ভুলে নতুন বর্ষে
মনের স্বপ্ন ভাসে।
চব্বিশ গেল যুদ্ধের ছলে
ছত্রিশ দিনের শূলে।
পঁচিশ এলো নতুন ফুলে
বরাত যেন খোলে।
যুদ্ধ নয় আর বিদ্রোহ নয়
মনুষ্যত্বের হোক জয়।
মনুষ্যত্বের হলে বিজয়
মানুষ থাকবে নির্ভয়।
মানবজাতি আমরা বিশ্বে
থাকব সবাই হর্ষে।
ধর্মকর্মের সংস্পর্শে
চলব মিলেমিশে।