শীতের ছানা ফজলুল হক পরাগ
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
শীতের ছানা
শীতের পোনা
আসে শীতের বাড়ি
বরফ সাদা পিরান পড়ে
সঙ্গে পিঠার হাঁড়ি।
শীতের পিঠা
শীতের পুলি
খাচ্ছি দাওয়ায় বসে
মিষ্টি স্বাদে মুখ ভরে যায়
টাটকা খেজুর রসে।
শীতের ভাঁপা
শীতের চিতই
সবাই ভালোবাসে
হিম কুয়াশার চাদর গায়ে
শীতছানারা আসে