পরীক্ষা শেষে

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০

অভিজিত বড়ুয়া বিভু
সকালে খেলছি ক্রিকেট বিকেলে ফুটবল, থেমে আর থাকছি কই মন বলে ছুট চল। বিদু্যৎ বাতিতে ব্যাডমিন্টন খেলি শীত রাতে, খাওয়া দাওয়া ঠিক নাই কখন কি জুটে পাতে। পরীক্ষা শেষে এই বেশে প্রতিবছর থাকি, আগামী ভবিষ্যৎ কেমন হবে যদ্দিন আছে বাকি!