একটি ছেলের গল্প

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০

আলমগীর কবির
একটি ছেলের গল্প বলি একটি ছেলের গল্প, চোখের পাতায় স্বপ্ন নাচে অভিমান তার অল্প। পকেটে তার মার্বেল আর হাতে রঙিন ঘুড়ি, ডাংগুলিতে সবার সেরা না মেলে তার জুড়ি। পকেটে তার ফুলের কুঁড়ি রোজ জমিয়ে রাখে মন যদি হয় খারাপ কভু ছুটে নদীর বাঁকে। পকেটে তার যন্ত্রপাতি কখন কী তার লাগে! কেউ বিপদে পড়লে ছেলে দৌড়ে আসে আগে। পকেটে তার রঙিন লাটিম হৃদয় জুড়ে আলো, মাঠ নদী গ্রাম ভালোবেসে আছে ভীষণ ভালো!