খেলনা পালকি
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
কোমল দাস
শুনছ মা গো আজকে আমি দেব পুতুল বিয়ে
এই বিষয়ে কাল জেনেছি মিতুর কাছে গিয়ে,
সেই কারণেই খেলনা পালকি লাগবে আজই আমার
মাটির তৈরি হলেও হবে চাই না পিতল তামার।
আমার চাওয়ায় কেন মা গো না না শুধু কর
চাইলে কিছু কেন বলো নিস আগে হ বড়?
বলতে এসব পারবে না আজ এই চাওয়াটা নিয়ে
কারণ বড় মানুষ কভু দেয় না পুতুল বিয়ে।
হচ্ছে এতেই অনেক মজা এটা ভেবেই আমার
তাই তো জলদি কিনে দিতে আসতে বল মামার,
মানব না আজ কোনো কথা বোঝাও তুমি যেটাই
খেলনা পালকি কিনতে হবে পাকা কথা এটাই।