ভুবন জয়ের স্বপ্ন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

রবি বাঙালি
সাত সকালে খোকা ছুটে ইস্কুলে তার প্রাণ, নতুন বইয়ে ব্যাগ ভরে সে গায় যে প্রীতির গান। কাঁচা রোদে খেলার মাঠে সমাবেশে যায়, নতুন বর্ষের শপথ পাঠে সোনার বাংলা গায়। ঢংঢঙাঢং ঘণ্টা বাজে পাঠে দেয় যে মন, বিদ্যা শিক্ষায় হবে বড় করছে খোকা পণ। গুরুজনে বলেন যা যা মানে শত ভাগ, ভুল করলে সে হাল ছাড়ে না সফলতার আগ। বিশ্বটারে হাতের মুঠোয় ধরতে সদা রয়, স্বপ্ন আঁকে আঁখি পটে করতে ভুবন জয়।