শীত এসেছে
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাকী মাহবুব
শীত এসেছে ঘাসের ডগায়
শীত এসেছে ফুলে
শীত এসেছে কলমিলতায়
শীত এসেছে কূলে।
শীত এসেছে পাখির ডানায়
শীত এসেছে গানে
শীত এসেছে সবুজ মাঠে
শীত এসেছে ধানে।
শীত এসেছে সবজি ক্ষেতে
শীত এসেছে পাতায়
শীত এসেছে পায়েস পিঠায়
শীত এসেছে খাতায়।