নতুন বই

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

এইচ এন মিজানুর রহমান
ছোট্ট সোনা ধরে বায়না স্কুলেতে যাব, নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই পাব। নতুন শিক্ষা, নতুন দিক্ষা, নতুন নতুন পড়া, নতুন ভাবে, নতুন সাজে নিজের জীবন গড়া। নতুন গল্প, নতুন ছড়া পড়তে মজা বেশ, নতুন বইয়ের ঘ্রাণটা যেন হয় না কভু শেষ।