পুষ্প পাখি ও শিশু

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

মঈন তাজ
পুষ্পগুলো খুশবু ছড়ায় গন্ধে ভরে মন, পাখির গানে কলতানে জাগে গহীন বন। ফুলের মতো পাখির মতো ছোট্ট শিশুর দল, বিকেল হলে খেলার মাঠে করে কোলাহল। আনন্দ আর বিনোদনে মজায় কাটে দিন, ফুল পাখিদের মতো তাদের জীবন অমলিন। এই শিশুরা জাগিয়ে তুলে মাতিয়ে তুলে ভোর, এই জগতের কাছে তাদের অনেক সমাদর। আজকের এই ছোট্ট শিশু পরবে মাথায় তাজ, এই পৃথিবীর চালক হয়ে করবে তারা রাজ।