পড়াশোনা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর মালেক
বাড়ির উঠোন খেলছে বসে ছোট্ট খুকি অন্ত, আঁকতে পারে ভীষণ ভালো পড়ায় বেশি মন তো! ইস্কুলে যায় নিয়ম মতো বন্ধু তার কে কন তো? বলত কথা তাদের সাথে যাদের সাথে বোন তো! ফাস্ট বেঞ্চে রোজই বসে স্যারের নজর আনতে, বইয়ের পড়ার কি মানে তা ভালোভাবে জানতে! নার্সারি পাস করে এখন প্রথম শ্রেণি পড়ছে, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে জীবনখানি গড়ছে! অন্ত এখন ব্যস্ত ভীষণ বই-খাতা আর রঙে, পড়ার ফাঁকে আঁকে বসে নানা রকম ঢঙে!