আমার বাড়ি

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

তানজিদ শুভ্র
সেই মস্ত বাড়ি আর নেই নেই দালান কোঠা, হারিয়ে গেছে বড় উঠান ঘরেই চিলেকোঠা। পেছনের সেই মস্ত পুকুর নেই আর জলাধার, আমাবস্যা রাতে যেখানে নামে ঘোর আঁধার। জানালার পাশে গোলাপ কানন সুভাষ ছড়ায় বাতাসে, ফসলের মাঠে সরিষা ফুল মৌয়েরা বারবারে আসে। \হ জোৎস্না রাতে উঁকি দেয় দূর আকাশের চাঁদ, বর্ষার রাতে ব্যাঙের ডাকে আনন্দের ভাঙে বাঁধ। উঠোনের পাশে ভূতেরা নাচে চালতা গাছের তলায়, হাঁটতে গিয়ে গাছের পাশে ভয়ে চমকে উঠি বায়। এটুক বাড়ি, এটুক প্রশান্তি নেই দুশ্চিন্তার হাতছানি, সবুজের সমারোহে স্বর্গ মনে হয় আমার ছোট্ট বাড়িখানি।