রসের ক্ষীর
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
তাহমিনা নিশা
শীতের দিনে লক্ষ্ণী খুকি
বায়না ধরে মাকে,
রসের ক্ষীর বানিয়ে আজ
খাওয়াতে হবে তাকে।
খেজুর রসে, আতপ চাল
মিশিয়ে দিয়ে জ্বাল,
মজার ক্ষীর তৈরি হলে
খুশিতে খুকি লাল।
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০