হলদে হাসি

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

আলাউদ্দিন হোসেন
সরষে ফুলে রং লেগেছে প্রকৃতিজুড়ে হাসি মৌমাছিদের রূপের ভেলা খুশি মধু চাষি। সবুজ মাঝে হলদে হাসি আহারে কি রূপ হাসিমাখা রূপের ছোঁয়া মাঠ প্রান্তর চুপ। দিগন্ত জোড়া হলদে চাদর শীতল বাতাসে ঘ্রাণ পলস্নীগাঁয়ে হলদে হাসি জুড়ায় মনপ্রাণ।