আমার ছড়া

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শফিকুল আলম টিটন
আমার ছড়া পাখির কণ্ঠে শোনায় ছড়া অনর্গল, ফুলের ঘ্রাণে সুবাস ছড়ায় আমার ছড়ার অসীম বল। আমার ছড়া নীল আকাশে মিটমিটিয়ে জ্বলছে খুব, হাজার তারার পাশে থেকে আঁধার নীলে ছড়ায় রূপ। পাহাড় চূড়ায় ছড়ার ছড়ি আকাশটাকে ছুঁইছে ছুঁই মেঘমালাদের সাথে ছড়ার সখ্যতা তার গোলাপ জুঁই। ছোট্ট শিশু, ছানা পোনার কণ্ঠে ছড়ার হেব্বি জোস, ছড়ার ফেরে করলে লড়াই জল খেয়ে নেয় বাঘে মোষে। ছড়ার মেজাজ, মতিগতি থির থাকে না সকাল রাত, কখনো সে সব শিশুর সুড়সুড়ি দেয় তাতেই কাত। আমার ছড়া ফুল কলিদের সঙ্গ দিয়ে থাকছে খোশ, লুটছে মজা মেঘপরীরাও দেখলে ডাকে কাছে বোস। মনের রঙে রঙিন ছড়া সবার মনই করছে জয়, নরম সরম লাজুক ছড়া ছুটছে শুধু নেইতো ভয়।